ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৬, জানুয়ারি ১৫, ২০১৯
সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী শিশু ধর্ষণের অভিযোগে আটক ১

সাতক্ষীরা: সাতক্ষীরায় মানসিক প্রতিবন্ধী একটি শিশুকে (৯) ধর্ষ‌ণের অভিযোগে সাজেদুল ইসলাম‌ নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১৪ জানুয়া‌রি) রাতে তাকে আটক করা হয়। আটক সাজেদুল ইসলাম তালতলা গ্রামের ইন্তাজ আলীর ছেলে।

নির্যা‌তিত শিশুর পিতার দাবি, সোমবার বিকেলে প্রতিবন্ধী মেয়েকে বাড়িতে রেখে তিনি ও তার স্ত্রী ইটভাটায় কাজ কর‌তে গিয়েছিলেন। বাড়িতে কেউ না থাকার সু‌যো‌গে সাজেদুল ইসলাম তার মেয়েকে নি‌জের বা‌ড়ি‌তে নি‌য়ে ধর্ষণ করে খাটের নিচে লুকিয়ে রাখেন। এ সময় মেয়ের চিৎকা‌র শু‌নে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার ক‌রে। পরে তার মেয়েকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।  

তিনি আরও বলেন, মেয়েকে হাসপাতালে নিতে সাজেদুল ও লোকজন বাধা দেন। এ সময় তাদের হামলায় আমি ও স্থানীয় হাকিম, মোবারক ও রোজিনা খাতুন আহত হই।  

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলা‌নিউজ‌কে জানান, অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌বে।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।