ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

আবাদি জমিতে পুকুর খনন, গুনতে হলো জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
আবাদি জমিতে পুকুর খনন, গুনতে হলো জরিমানা

নাটোর: কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে নাটোরের নলডাঙ্গা উপজেলার বারইহাটি গ্রামে সাইদুর রহমান (৫২) নামে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা গুনতে হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাকিব আল রাব্বি এ জরিমানা করেন। দণ্ডিত সাইদুর উপজেলার বারইহাটি গ্রামের সুটকা মন্ডলের ছেলে।

নলডাঙ্গা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আকতার হোসেন বাংলানিউজকে বলেন, সাইদুর রহমান শরকুতিয়া বিলে প্রায় ৪৫ বিঘা আবাদি জমিতে পুকুর খনন করছিলেন। খবর পেয়ে উপজেলা ইউএনও’র নেতৃত্বে দুপুরে সেখানে অভিযান পরিচালনা করে জমির মালিক সাইদুরকে আটক করেন।

এসময় কৃষি জমিতে অবৈধভাবে পুকুর খননের দায়ে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জরিমানার টাকা পরিশোধ সাইদুরকে তাকে ছেড়ে দেওয়া হয় বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।