ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
না’গঞ্জে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে কিশোর আটক

নারায়ণগঞ্জ: নারায়নগঞ্জে ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম (১৫) নামে এক কিশোরকে আটক করে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী।

আটক সাইফুল ইসলাম শহরের কুমোদনী বাগান এলাকার রফিকের ছেলে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে ওই এলাকা থেকে তাকে আটক করা হয়।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম জানান, শহরের কুমোদনী বাগান এলাকায় ছয় বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে সাইফুল ইসলাম নামে এক কিশোরকে আটক করা হয়েছে। এলাকাবাসী তাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।