ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ২ মাছবিক্রেতারকে সাজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৬ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
বরিশালে ২ মাছবিক্রেতারকে সাজা

বরিশাল: জেলি মেশানো চিংড়ি বিক্রি করায় বরিশালে ২ মাছবিক্রেতারকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ করা হয়েছে জেলি মেশানো ৪০ কেজি চিংড়ি। দণ্ডিত দুই মাছবিক্রেতারা হলেন জাফর জমাদ্দার ও মিলন পাল।

 

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট রূপা ঘোষের নেতৃত্বে নগরের পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

বরিশাল জেলা মৎস্য অফিসার (হিলসা) বিমল চন্দ্র দাস জানান, পোর্ট রোড মৎস্য অবতরণ কেন্দ্রে জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির অভিযোগ দীর্ঘদিনের।

সকালে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পোর্ট রোডে অভিযান চালিয়ে ৪০ কেজি চিংড়ি জব্দ করে। এসময় আটক দুই মাছবিক্রেতা চিংড়িতে জেলি মেশানোর কথা স্বীকার করেন। ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাদেরকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠায়।

এদিকে জব্দ চিংড়ি আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।