ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪২ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
মণিরামপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১

যশোর: যশোরের মণিরামপুরে শ্যালো ইঞ্জিনচালিত আলমসাধু খাদে পড়ে প্রবোধ কুমার সরকার (৩৮) নামে এক চালক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) বিকেলে মণিরামপুর উপজেলা শহরের তুলা উন্নয়ন অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রবোধ সরকার উপজেলার আসাননগর গ্রামের মৃত শচীন্দ্রনাথ সরকারের ছেলে।

মণিরামপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার আব্দুল আজিম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বাংলানিউজকে বলেন, মাছবাহী আলমসাধুটি মণিরামপুর বাজারে যাচ্ছিল। পথে তুলা উন্নয়ন বোর্ড অফিসের সামনে যশোরগামী একটি যাত্রীবাহী বাসের পেছনের অংশের সঙ্গে ধাক্কা লেগে রাস্তার পাশে গাছে ধাক্কা দিয়ে খাদে পড়ে যায়। এতে গুরুতর আহত হন চালক প্রবোধ।   পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৯
ইউজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।