ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বদলির মাস না পেরোতেই আবারও রমনা থানায় ওসি মাইনুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৫ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
বদলির মাস না পেরোতেই আবারও রমনা থানায় ওসি মাইনুল কাজী মাইনুল ইসলাম। ছবি: সংগৃহীত

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগ মুহূর্তে বদলি করার মাস না পেরোতেই রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কাজী মাইনুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে। বদলির ২২ দিন পর আবারো রমনা থানার দায়িত্ব দেওয়া হলো তাকে।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরের এক অফিস আদেশে তাকে বদলি করা হয়।

আদেশে ডিএমপির অপারেশন বিভাগ থেকে কাজী মাইনুল ইসলামকে রমনা থানার ওসি, গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমানকে গোয়েন্দা-উত্তর বিভাগে এবং রমনা মডেল থানার ওসি জানে আলম মুনশীকে গেন্ডারিয়া থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে।

বিএনপি নেতা মির্জা আব্বাসের নির্বাচনী প্রচারণায় হামলার ঘটনায় বিএনপি ও ঐক্যফ্রন্টের পক্ষ থেকে ইসিতে কাজী মইনুলের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল। ১৯ ডিসেম্বর তাকে প্রত্যাহার করতে পুলিশের মহাপরিদর্শককে (আইজিপি) নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৪ ডিসেম্বর তাকে রমনা থানা থেকে ডিএমপির অপারেশন বিভাগে বদলি করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ০২০২ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
পিএম/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।