ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মুলাদীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
মুলাদীতে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মুলাদীতে ভেজাল বিরোধী অভিযানে ৪ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জানুয়ারী) সকাল থেকে রাত পর্যন্ত ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়ন সদস্যদের সহায়তায় এ অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এসময় পণ্যের মোড়ক ব্যবহার না করা, অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন বা প্রক্রিয়াকরণ এবং ওজনে কারচুপি করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭, ৪৩ ও ৪৬ ধারা মোতাবেক মুলাদী বাজারের নিউ শশি মিষ্টান্ন ভান্ডার, সৌরভ মিষ্টান্ন ভান্ডার, জামাল স্টোর, অপূর্ব ফুড প্রডাক্টস্ কে মোট ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

অভিযানে ১০ আর্মড পুলিশ ব্যাটালিয়নের পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিচালক মো. শাহ্ শোয়াইব মিয়া উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৫৪৫ ঘন্টা, জানুয়ারি ১৬, ২০১৯
এমএস/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।