ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

জুলহাজ মান্নান খুনের প্রধান আসামি গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২৯, জানুয়ারি ১৬, ২০১৯
জুলহাজ মান্নান খুনের প্রধান আসামি গ্রেফতার

ঢাকা: রাজধানীর কলাবাগানে নিজ বাসায় জুলহাজ মান্নান খুনের প্রধান আসামিকে গ্রেফতার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি) ইউনিট।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দিনগত রাতে গাজীপুরের টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি জানান, বুধবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

এর আগে ২০১৬ সালে সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর কলাবাগানের ৩৫ লেক সার্কাস রোডের আছিয়া নিবাস ভবনের ভাড়া বাসায় জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বী তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হামলায় ভবনের নিরাপত্তাকর্মী পারভেজ মোল্লাও আহত হন।

বাংলাদেশ সময়: ১০২৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০১৯
পিএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।