ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে রিকশাচালক হত্যার ঘটনায় যুবক গ্রেফতার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
সিলেটে রিকশাচালক হত্যার ঘটনায় যুবক গ্রেফতার পুলিশের হাতে আটক যুবক, ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেটে রিকশাচালক সেবুল মিয়া ওরফে রাজা (৩৫) হত্যার ঘটনায় সোহেল মিয়া নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

সোহেল মিয়া পিরিজপুর চকেরবাজার এলাকায় আইন উল্লাহর ছেলে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) সিলেট মহানগর পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ফজল বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

ওসি খায়রুল ফজল বলেন, রিকশাচালক সেবুল মিয়া হত্যার ঘটনায় বৃহস্পতিবার সকালে নিহতের বোন খয়রুন বেগম বাদী হয়ে সোহেল মিয়াকে আসামি করে মামলা দায়ের করেন। ওই মামলায় সোহেল মিয়াকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

বুধবার দিনগত রাতে দক্ষিণ ‍সুরমার লাউয়াই চকেরবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ ঘটনায় গ্রেফতার সোহেল আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেবেন বলেও জানান তিনি।

তুচ্ছ ঘটনার জের ধরে বুধবার রাত ৮টার দিকে দক্ষিণ সুরমার পিরিজপুর চকেরবাজার এলাকায় সোহেলের কাঠের রুলের আঘাতে ঘটনাস্থলেই নিহত হন সেবুল। নিহত সেবুল মিয়া বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের আকিলপুর গ্রামের করম আলীর ছেলে। তিনি দক্ষিণ সুরমার লাউয়াই এলাকায় রিকশার গ্যারেজে বসবাস করতেন।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এনইউ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।