ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৪ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত ইউরোপীয় ইউনিয়ন  ইউরোপীয় ইউনিয়নের লোগো

ঢাকা: বাংলাদেশের নতুন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক এ সহযোগিতার প্রতিশ্রুতি দেন।  

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় নবনিযুক্ত পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য বৈঠক করেন ঢাকার ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক।

এসময় রাষ্ট্রদূত রেনেসা তিরিঙ্ক ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানান।  

দু’জনেই বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে সহযোগিতার ক্ষেত্রগুলো নিয়ে আলোচনা করেন।

বৈঠকে রোহিঙ্গা সংকট নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ ইস্যুতে বাংলাদেশের পাশে থাকার জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি সন্তোষ প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত  রেনেসা তিরিঙ্ক বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার কথা পুনর্ব্যক্ত করেন।

একই সঙ্গে নতুন সরকারের সঙ্গে কাজ করার জন্য তারা প্রস্তুত রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯৩০ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯ 
টিআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।