ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিলেটে ২ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
সিলেটে ২ ফার্মেসিকে দেড় লাখ টাকা জরিমানা মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে দুই ফার্মেসি মালিককে জরিমানা। ছবি: বাংলানিউজ

সিলেট: মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে সিলেটে দুই ফার্মেসি মালিককে দেড় লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল রোডে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিচিলের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির দায়ে হাসপাতাল রোডের হেনা ফার্মেসি মালিককে এক লাখ টাকা ও সুমাইয়া মেডিসিন কর্নারকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট খ্রিস্টফার হিমেল রিচিল বলেন, দালাল মারফতে রোগীদের জিম্মি করা, মেয়াদোত্তীর্ণ ও অধিক মূল্যে ওষুধ বিক্রির অভিযোগের সত্যতা পেয়ে ফার্মেসি দু’টিতে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০১৯
এনইউ/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।