ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিঙ্গাইরে ট্রাকচাপায় শিশু নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
সিঙ্গাইরে ট্রাকচাপায় শিশু নিহত ...

মানিকগঞ্জঃ মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় ইটবোঝাই একটি ট্রাক চাপায় মো.রাব্বি মিয়া (১০) নামের এক শিশু নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিঙ্গাইর উপজেলার মধুরচর এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি উপজেলার চান্দহর ইউনিয়নের ওয়াইজনগর চকবাড়ী গ্রামের মো.সিরাজুল ইসলামের ছেলে।

প্রত্যক্ষদর্শী ইজ্ঞিনিয়ার আবু সায়েম জানান, এসএমবি ইটভাটার একটি ইটবোঝাই ট্রাক শিশু রাব্বিকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিঙ্গাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোন্দকার ইমাম হোসেন বাংলানিউজকে জানান, দূর্ঘটনার পর ঘাতক ট্রাক ও চালক শামীমকে আটক করা হয়েছে এবং সিঙ্গাইর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ২৩৫৫ ঘন্টা, জানুয়ারি ১৭, ২০১৯
কেএসএইচ/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।