ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে আহত ১০

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল ৮টার দিকে সিরাজগঞ্জ-নলকা নির্মাণাধীন ফোরলেন মহাসড়কের শিলন্দা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের নাম ঠিকানা জানা যায়নি।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান, সকালে শিলন্দা এলাকায় সিরাজগঞ্জগামী সোয়েব পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসের ১০ যাত্রী আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে তাদের মধ্যে গুরুতর আহত দু’জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।