ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

মধুপুর পৌর বিএনপির সভাপতি সাইফউদ্দিন আর নেই

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০৫, জানুয়ারি ১৮, ২০১৯
মধুপুর পৌর বিএনপির সভাপতি সাইফউদ্দিন আর নেই

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুর পৌর বিএনপির সভাপতি ও মধুপুর সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাইফউদ্দিন মামুন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল ৩টার দিকে পৌর এলাকার নয়াপাড়া (মুন্সিবাড়ী) নিজ বাসায় তিনি মৃত্যুবরণ করেন।

একাধারে তিনি ফুটবলার ও ক্রিকেটার ছিলেন।

তিনি ডায়াবেটিসসহ শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে সাইফউদ্দিন মামুন স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

শনিবার (১৯) বেলা ১১টায় বাড়ির সামনের মাঠে জানাজা নামাজ শেষে তাকে পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।

বাংলাদেশ সময়: ১৮০১ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।