ঢাকা, সোমবার, ১২ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৬ মে ২০২৫, ২৮ জিলকদ ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় চুরি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৪৫, জানুয়ারি ১৯, ২০১৯
লক্ষ্মীপুরে সাংবাদিকের বাসায় চুরি চুরির ঘটনায় এলোমেলো অবস্থায় পড়ে আছে জিনিসপত্র, ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর পৌর এলাকায় কাজী মাকছুদুল হক নামের এক সাংবাদিকের বাসায় চুরির ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত ৮ টার দিকে পৌর সভার ৬ নম্বর ওয়ার্ডের হ্যাপি সিনেমা হল সংলগ্ন বাসায় এ ঘটনা ঘটে।

রাতেই লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার রিয়াজুল কবির, প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার, শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মানসহ গোয়েন্দা পুলিশের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সাংবাদিক মাকছুদের স্ত্রী রামগতি উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সহকারী প্রকৌশলী ফাতেমাতুজ্জুহুরা বাংলানিউজকে জানান, বসতঘরের লোহার জানালা ভেঙে চোর ঘরে প্রবেশ করে। চোর ঘরে থাকা একটি ল্যাপটপ, মোবাইল সেট, নগদ ৫ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়।

ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না বলেও জানান ফাতেমাতুজ্জুহুরা।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সোলায়মান বাংলানিউজকে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৫৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসআর/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।