ঢাকা, বৃহস্পতিবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৯ মে ২০২৫, ০১ জিলহজ ১৪৪৬

জাতীয়

বিরামপুরে নারী গণধর্ষণের শিকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:০০, জানুয়ারি ১৯, ২০১৯
বিরামপুরে নারী গণধর্ষণের শিকার

দিনাজপুর: দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের বেনীপুর গ্রামে ডিভোর্সি এক নারী (২২) গণধর্ষণের শিকার হয়েছেন।

শুক্রবার (১৮ জানুয়ারি) দিনগত রাতে এ ঘটনা ঘটে। শনিবার (১৯ জানুয়ারি) বিকেল ৩টার দিকে বিরামপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।

গণধর্ষণের শিকার ওই নারীর বাবা জানান, শুক্রবার সন্ধ্যার পর তার তার মেয়ে নানার বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিল। বেনীপুর গ্রামের শাহজাহানের ছেলে শাহীনসহ পাঁচজন তাকে পথে একা পেয়ে জোর করে পার্শ্ববর্তী লিচু বাগানে নিয়ে যায়। রাতে ওই বাগানে পাঁচজন তার মেয়েকে ধর্ষণ করে গুরুতর অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরদিন সকালে তাকে উদ্ধার করা হয়।

সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মিথুন সরকার ও বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) সোহেল রানা বাংলানিউজকে বলেন, ঘটনার প্রেক্ষিতে মামলার প্রস্তুতি চলছে। তারা ধর্ষণের শিকার ওই নারীর মুখে ঘটনার বর্ণনা শুনেছেন। অভিযুক্তদের ধরতে পুলিশের বিশেষ দল অভিযান শুরু করেছে।  

ধর্ষিতাকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার-নিরীক্ষা জন্য তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তারা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।