ঢাকা, রবিবার, ১৪ পৌষ ১৪৩১, ২৯ ডিসেম্বর ২০২৪, ২৬ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নাটোরে অস্ত্র-গুলিসহ আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২৬ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
নাটোরে অস্ত্র-গুলিসহ আটক ১ অস্ত্র-গুলিসহ আটক আল-আমিন অরফে জুলফিকার। ছবি: বাংলানিউজ

নাটোর: নাটোরের দত্তপাড়া এলাকায় অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল ও গুলিসহ আল-আমিন অরফে জুলফিকার (৪২) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১৯ জানুয়ারি) বিকেলে তাকে আটক করা হয়। আল-আমিন সদর উপজেলার পতেঙ্গাপাড়া গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার যায়েদ শাহরীয়ার বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে দত্তপাড়া মোকরামপুর বাজারে অভিযান চালায় র‌্যাব। অভিযানে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ আল-আমিন অরফে জুলফিকারকে আটক করা হয়।  

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই ব্যক্তি অবৈধ অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১২২ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।