ঢাকা, শুক্রবার, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ৩০ মে ২০২৫, ০২ জিলহজ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে এসএমই ট্রেড ফেয়ার বৃহস্পতিবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:৩৪, জানুয়ারি ২০, ২০১৯
রাজশাহীতে এসএমই ট্রেড ফেয়ার বৃহস্পতিবার সংবাদ সম্মলনে মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীতে নারী উদ্যোক্তাদের জন্য বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) মাইডাস এসএমই ট্রেড ফেয়ার-২০১৯ অনুষ্ঠিত হবে।

রোববার (২০ জানুয়ারি) দুপুরে নগর ভবনের গ্রিন প্লাজায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মেলায় মাইডাস কর্তৃক প্রশিক্ষিত চৌকস নারী উদ্যোক্তাদের তৈরি নানা ধরনের নয়নাভিরাম ও আকর্ষণীয় পোশাক, কসমেটিকস, জুতা, ব্যাগ, খেলনা, ঘর সাজানো সামগ্রী ও বিভিন্ন ধরণের মজাদার ও মুখরোচক খাবার প্রদর্শন এবং সম্মানিত ক্রেতার চাহিদামত বিক্রি হবে।

 

মেলা সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। মেলায় অংশগ্রহণকারী নারী উদ্যোক্তাদের ভবিষ্যতে দেশে ও বিদেশে ব্যবসা প্রসারে অনুপ্রাণিত করার পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। মেলা শেষ হবে শনিবার (২৬ জানুয়ারি) বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মাইডাসের ব্যবস্থাপনা পরিচালক ড. এএসএম মশিউর রহমান, ফাউন্ডেশন ফর উইম্যান অ্যান্ড চাইল্ড অ্যাসিসট্যান্স এর নির্বাহী পরিচালক ওয়াহিদা খানম লিপি, শ্রেষ্ঠ এন্টারপ্রাইজের পরিচালক সুলতানা জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।