ঢাকা, বৃহস্পতিবার, ১৭ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল-৬ আসনের সাবেক এমপি আব্দুল বাতেন আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
টাঙ্গাইল-৬ আসনের সাবেক এমপি আব্দুল বাতেন আর নেই

টাঙ্গাইল: টাঙ্গাইল-৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সাবেক সংসদ সদস্য মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক খন্দকার আব্দুল বাতেন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। 

সোমবার (২১ জানুয়ারি) সকালে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

দেলদুয়ার উপজেলার মুক্তিযোদ্ধা আতোয়ার রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে ও অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

তিনি নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল-৬ আসন থেকে এমপি নির্বাচিত হন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।