ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে ফেনসিডিলসহ আটক ২

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
গোদাগাড়ীতে ফেনসিডিলসহ আটক ২ জব্দ করা ফেনসিডিল, ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় দেড় হাজার বোতল ফেনসিডিলসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা।

আটক দুই যুবক হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুনচক গ্রামের মৃত রজবুল আলির ছেলে মাসিদুল ইসলাম (২১) ও তকবরপুর আইরামারী গ্রামের সামেদ আলীর ছেলে মাসুদ (২০)।

সোমবার (২১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলা সদর থেকে তাদের আটক করা হয়।


র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়।

র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক দুই যুবক ভুটভুটিতে গোবরের নুন্দার (জ্বালানি) মাচা তৈরি করে তার ভেতরে ফেনসিডিল সাজিয়ে চাঁপাইনবাবগঞ্জের মনাকষা থেকে রাজশাহী যাচ্ছিলেন। পরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে দেড় হাজার বোতল ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।