ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরের সেই এসআই প্রত্যাহার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫২ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
মির্জাপুরের সেই এসআই প্রত্যাহার এসআই সোহেল কুদ্দুছ

টাঙ্গাইল: ডাকাতি চেষ্টার অভিযোগে টাঙ্গাইলের মির্জাপুর থানার উপপরিদর্শক (এসআই) সোহেল কুদ্দুছকে প্রত্যাহার করে টাঙ্গাইল পুলিশ লাইনে যুক্ত করা হয়েছে। 

সোমবার (২১ জানুয়ারি) দুপুরে তাকে প্রত্যাহার করা হয়। এ ঘটনায় আটক চারজনকে দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে, শনিবার (১৯ জানুয়ারি) রাত ২টার দিকে সাদা পোশাকে মির্জাপুর থানার এসআই সোহেলের নেতৃত্বে ছয়/সাতজন যুবক উপজেলার গেড়ামারা গ্রামের আলমাছ মিয়ার বাড়িতে গিয়ে দরজা খুলতে বলেন। বাড়ির মালিক দরজা না খুলে তাদের পরিচয় জানতে চাইলে তারা নিজেদের পুলিশ বলে পরিচয় দেন। এতে সন্দেহ হওয়ায় বাড়ির মালিক ডাকাত ডাকাত বলে চিৎকার করেন। চিৎকার শুনে গ্রামের লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করেন। এ সময় সেখান থেকে দুই যুবক পালিয়ে গেলেও এসআই সোহেলসহ পাঁচজনকে আটক করেন তারা।
 
খবর পেয়ে ভোরে মির্জাপুর থানার পরিদর্শক তদন্ত মোশারফ হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটক পাঁচজনকে থানায় নিয়ে আসেন।
 
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক জানান, এসআই সোহেলের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন কর্মকর্তাকে লিখিতভাবে জানানো হয়েছিল। এর পরিপ্রেক্ষিতে সোমবার তাকে টাঙ্গাইল পুলিশ লাইনে প্রত্যাহার করে নেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।