ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ ইটভাটা ভেঙে দিলো পরিবেশ অধিদফতর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
গাজীপুরে ৩ ইটভাটা ভেঙে দিলো পরিবেশ অধিদফতর গাজীপুর ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন। ছবি: বাংলানিউজ

গাজীপুর: পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও অনুমোদন না থাকায় গাজীপুর সিটি করপোরেশনের রাজাবাড়ী ও বাইমাইল এলাকায় ৩টি ইটভাটা ভেঙে দিয়েছে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই তিন ইটভাটার মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২১ জানুয়ারি)  ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া ইয়াসমিন।  

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী থানাধীন রাজাবাড়ী এলাকায় মেসার্স সৈনিক ব্রিকস এবং বাইমাইল এলাকায় ফরিদ অ্যান্ড কোং ও মেসার্স আব্দুল মালেক ব্রিকস ইটভাটায় অভিযান চালানো হয়।

পরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে (ছাড়পত্র ও কোনো অনুমোদন না থাকায়) ইটভাটা ৩টি ভেকু দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ফায়ার সার্ভিসের পানি দিয়ে আগুন নেভানো হয়। এ সময় মেসার্স সৈনিক ব্রিকস ইটভাটা মালিককে এক লাখ টাকা, ফরিদ অ্যান্ড কোং মালিককে ৫০ হাজার টাকা ও আব্দুল মালেক ব্রিকস ইটভাটা মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ইট তৈরিতে ব্যবহৃত কিছু মালপত্র জব্দ করা হয়েছে।  

এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদফতপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, পরিদর্শক দিলরুবা আক্তার ও শেখ মুজাহিদ, জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. জাকারিয়া এবং পুলিশ প্রশাসন।  

গাজীপুরের পরিবেশ অধিদফতরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার বাংলানিউজকে জানান, সিটি করপোরেশন এলাকায় কোনো ধরনের ইটভাটা স্থাপন ও পরিচালানার নিয়ম নেই। এসব ইটভাটাকে গত ২০১৪ সালে অন্য কোনো জায়গায় স্থানান্তর করতে বলা হয়েছিল। কিন্তু অনেক ইটভাটা এখনো সিটি করপোরেশন এলাকায় রয়েছে। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন ২০১৩ অনুসারে ওই ৩টি ইটভাটা ভেঙে দেওয়া হয়েছে এবং ইটভাটা মালিকদের ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। পরিবেশ অধিদফতরের এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান  উপ-পরিচালক সালাম।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
আরএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।