ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বাজিতপুরে ইটভাটাসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বাজিতপুরে ইটভাটাসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা ইট তৈরিতে পরিমাপে কারচুপি। ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলায় ইটভাটাসহ পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (২১ জানুয়ারি) বিকেলে উপজেলা সদরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।
 
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আমির খসরুসহ পুলিশ সদস্যরা।

 

বাংলানিউজকে সহকারী পরিচালক জানান, অভিযানে ইট তৈরিতে পরিমাপে কারচুপির দায়ে মেসার্স কাদরি ব্রিকসকে ৫০ হাজার টাকা, পণ্যের মোড়কজাতকরণ বিধি না মানায় পাটুলি ঘাটের নুরুন্নবী স্টোরকে ২ হাজার, আইনুল স্টোরকে ১ হাজার, নাসিম স্টোরকে ১ হাজার ও শাকিল স্টোরকে ১ হাজার টাকাসহ মোট ৫৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯ 
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।