ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ফতুল্লায় জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় পারিবারিক কলহ ও যৌতুকের দাবিতে জামাইয়ের ছুরিকাঘাতে শ্বশুর খুন হয়েছেন।

সোমবার (২১ জানুয়ারি) রাতে উপজেলার আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওয়াহেদ আলী কিশোরগঞ্জের বাজিতপুর শাহপুর গ্রামের বাসিন্দা।

 

নিহতের মেয়ে শাহানাজ বাংলানিউজকে জানান, দুই মাস আগে আলমগীরের সঙ্গে তার পারিবারিকভাবে বিয়ে হয়। বিয়ের পর থেকে যৌতুকের জন্য আলমগীর চাপ সৃষ্টি করেন। রাতে আলমগীর ক্ষিপ্ত হয়ে শ্বশুরকে ছুরিকাঘাত করেন। এতে শ্বশুর ওয়াহেদ আলী গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শহরের ৩০০ শয্যা খানপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঞ্জুর কাদের বাংলানিউজকে জানান, আলমগীরকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ২৩১৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।