ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫টি বাড়ি ঘেরাও

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
শিবগঞ্জে জঙ্গি আস্তানা সন্দেহে ১৫টি বাড়ি ঘেরাও অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন এক র‌্যাব সদস্য। ছবি: বাংলানিউজ

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানা সন্দেহ ১৫টি বাড়ি ঘিরে রেখেছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

সোমবার (২১ জানুয়ারি) দিনগত রাত ৩টা থেকে উপজেলার কানসার্টের বালুচর-শিবনারায়ণপুর এলাকার ১৫টি বাড়ি ঘিরে রাখা হয়েছে।

ঘিরে রাখা বাড়িগুলোতে বর্তমানে অভিযান চালাচ্ছেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

এদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, জঙ্গি সন্দেহে সেখান থেকে একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তি শিবনারায়ণপুরের মৃত কুলিমুদ্দিনের ছেলে শুকাম (৩৫)।

অন্যদিকে বিভিন্ন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব জানায়, ওই এলাকায় একাধিক জঙ্গি অবস্থান করছে। এরই পরিপ্রেক্ষিতে ওইসব বাড়ি ঘিরে রাখার পর অভিযান চালানো হচ্ছে।

বাংলাদেশ সময়: ০৯০৪ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।