ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছে না ১২ যুবক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশে ফিরতে পারছে না ১২ যুবক বেনাপোল বন্দর। ছবি: বাংলানিউজ

বেনাপোল (যশোর): দালালের খপ্পড়ে পড়ে সীমান্ত পথে ভারতে গিয়ে পুলিশের হাতে আটক ১২ বাংলাদেশি যুবক প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় দেশ ফিরতে পারছেন না। প্রায় তিন বছর ধরে তারা ভারতের একটি শেল্টার হোমে আছেন। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকালে বাংলাদেশি যুবকদের ভারতে আটকে থাকার বিষয়টি বাংলানিউজকে জানান, বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতির যশোর শাখার অ্যাডভোকেট নাসিমা খাতুন।

তিনি জানান, ভালো কাজের প্রলোভনে দালালের মাধ্যমে গত তিন বছর আগে দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে ১২ যুবককে ভারতে নিয়ে যাওয়া হয়।

পরে অবৈধভাবে অবস্থানের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের আটক করে জেলে পাঠায়। সেখান থেকে ভারতের উত্তর ২৪ পরগনার ধুব্র আশ্রম এনজিও সংস্থা তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখেন। পরে তাদের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য বিভিন্নভাবে যোগাযোগ করে। কিন্তু ঠিকানা যাচাই ও প্রয়োজনীয় কাগজপত্রের জটিলতার কারণে তারা সেখানে আটকে আছেন।

তিনি আরও জানান, ভারতে আটক যুবকের একটি তালিকা পাঠিয়েছেন কলকাতার ধুব্র আশ্রমের কর্মকর্তারা। তারা জানিয়েছেন ওই যুবকদের প্রয়োজনীয় কাগজপত্রের আনুষ্ঠানিকতা জন্য কিশোরদের পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কাগজপত্রের জটিলতা নিরসন হলেই তারা দ্রুত দেশে ফিরতে পারবেন বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এজেডইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।