ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

বেনাপোল সীমান্ত থেকে গাঁজা-ফেনসিডিল জব্দ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
বেনাপোল সীমান্ত থেকে গাঁজা-ফেনসিডিল জব্দ

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযান চালিয়ে ৪২ কেজি গাঁজা ও ২৬৪ বোতল ফেনসিডিল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এ সময় কোনো পাচারকারীকে আটক করা যায়নি।

মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুর ও বেনাপোল এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

সূত্রে জানা যায়, ভোরে বেনাপোল সীমান্তের রঘুনাথপুরের ঘিবা এলাকায় অজ্ঞাতপরিচয় ৫ থেকে ৬ জন ব্যক্তি ব্যাগ বহন করে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করে।

খবর পেয়ে বিজিবি টহল দল তাদের ধাওয়া করলে মাদক পাচারকারীরা ব্যাগগুলো ফেলে দৌড়ে ভারতের দিকে পালিয়ে যান। পরে তাদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশি করে ৪২ কেজি গাঁজা জব্দ করা হয়।

এদিকে বেনাপোলে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২৬৪ বোতল ফেনসিডিল পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয়।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক বাংলানিউজকে জানান, জব্দকৃত মাদকদ্রব্যে আনুমানিক মূল্য পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা। জব্দকৃত মাদকদ্রব্য বেনাপোল পোর্ট থানায় পাঠানোর কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১১৪৮ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এজেডএইচ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।