ঢাকা, শনিবার, ২০ পৌষ ১৪৩১, ০৪ জানুয়ারি ২০২৫, ০৩ রজব ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে ভটভটি উল্টে এক জেলের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
জয়পুরহাটে ভটভটি উল্টে এক জেলের মৃত্যু নিহত ব্যক্তির স্বজনদের আহাজারি। ছবি-বাংলানিউজ

জয়পুরহাট: জয়পুরহাট সদর উপজেলার চৌমূহনী বাজারের কাছে ভটভটি উল্টে অসিত নামে এক জেলের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন নিখিল ও নিরেন নামে আরো দুই জেলে। 

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত অসিত জয়পুরহাট সদর উপজেলার কেন্দুল মাঝিপাড়া গ্রামের মৃত হলোধরের ছেলে।

আহতরা একই গ্রামের বাসিন্দা।

হাসপাতাল ও পারিবারিক সূত্রে জানা যায়, মীরগ্রামের সার ব্যবসায়ী মোজাফ্ফরের পুকুরে মাছ ধরা শেষে অসিতসহ সাত/আটজন জেলে শ্যালো ইঞ্জিন চালিত ভটভটিতে করে কেন্দুল মাঝিপাড়ায় নিজ নিজ বাড়ি ফিরছিলেন। পথে চৌমূহনী বাজারের কাছে মোড় ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভটভটিটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই অসিত মারা যান। এসময় আহত হন নিখিল ও নিরেন নামে আরো দুই জেলে। আহতদের জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, এ বিষয়ে একটি ইউডি মামলা দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৯
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।