ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রাজনগরে ২৪৭৮ চা-শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০৯ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
রাজনগরে ২৪৭৮ চা-শ্রমিক পরিবারকে আর্থিক অনুদান চা-শ্রমিকদের হাতে তুলে দেওয়া হচ্ছে আর্থিক অনুদানের চেক। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় দুই হাজার ৪৭৮টি চা-শ্রমিক পরিবারকে পাঁচ হাজার টাকা করে আর্থিক অনুদান দিচ্ছে সমাজকল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যেই অনেক পরিবারকে এ অনুদান দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুরে মন্ত্রণালয়টির জাতীয় সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে চা-শ্রমিকদের মধ্যে এ অনুদান দেওয়া হয়। অনুদানের চেক বিতরণ করেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য নেছার আহমদ।

উপজেলা সমাজসেবা কার্যালয় সূত্রে জানা যায়, রাজনগরে মোট দুই হাজার ৪৭৮টি চা-শ্রমিক পরিবারকে প্রাথমিক অবস্থায় এ অনুদান দেওয়া হচ্ছে। তাদের মধ্যে মুন্সিবাজার ইউনিয়নের ৭৮৪টি, উত্তরভাগ ইউনিয়নের ৮৯৪টি ও টেংরা ইউনিয়নের ৮০০টি পরিবার রয়েছে।  

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয় আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফেরদৌসী আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য নেছার আহমদ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছহুর রহমান, রাজনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসবাউদ্দো ভেলাই, সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাফক মোস্তাক চৌধুরী, যুক্তরাজ্য জাসদের সাধারণ সম্পাদক নুরে আলম জিকু, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন দেবনাথ, রাজনগর সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খায়রুল মজিদ, টেংরা ইউনিয়নের চেয়ারম্যান টিপু খান, কামারচাক ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক সেলিম। মুন্সিবাজার ইউনিয়নের চেয়ারম্যান সালেক মিয়া, উত্তরভাগ ইউনিয়নের চেয়ারম্যান ছালিকুর রহমান ছালিক প্রমুখ।

বাংলাদেশ সময়: ২২০৫ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।