ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৪ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
সুন্দরবন থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার উদ্ধার করা বন্দুক। ছবি-বাংলানিউজ

বাগেরহাট: সুন্দরবনে অভিযান চালিয়ে দু’টি দেশি একনলা বন্দুক উদ্ধার করেছে বাগেরহাটের মোংলা পশ্চিম জোনের কোস্টগার্ড সদস্যরা। 

শুক্রবার (২৫ জানুয়ারি) দুপুরে মোংলা উপজেলার পূর্ব সুন্দরবনের হারবারিয়া সিজি স্টেশনের চরেরখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়।  

কোস্টগার্ড পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আবদুল্লাহ আল মাহমুদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চরেরখাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দু’টি দেশি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

তবে, এসময় কোস্টগার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত অস্ত্র দু’টি মোংলা থানায় জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।