ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

শহীদ কামারুজ্জামানের কবরে মেয়র-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
শহীদ কামারুজ্জামানের কবরে মেয়র-প্রতিমন্ত্রীর শ্রদ্ধা  শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন মেয়র-প্রতিমন্ত্রী। ছবি: বাংলানিউজ

রাজশাহী: মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন তার সন্তান রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে মহানগরের কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামানের কবরে তারা শ্রদ্ধা জানায়।

এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, শহীদ এএইচএম কামারুজ্জামানসহ জাতীয় চার নেতা ও মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত  হয়।

এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মাহফুজুল আলম লোটন, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক হোসেন, সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, বাঘার আড়ানী পৌর মেয়র মোক্তার আলী, জেলা যুবলীগের সভাপতি আবু সালেহ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেরাজ সরকার প্রমুখ।
 
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৯
এসএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।