ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে অবৈধ বাজার উচ্ছেদ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৮ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
বরিশালে অবৈধ বাজার উচ্ছেদ

বরিশাল: বরিশাল নগরের রূপাতলীতে হাউজিংয়ে জমি দখল করে অবৈধভাবে গড়ে ওঠা বাজার ভেঙে দিয়েছে বরিশাল সিটি করপোরেশন (বিসিসি) কর্তৃপক্ষ।

শনিবার (২৬ জানুয়ারি) দুপুরে নগরের রূপাতলী বাস টার্মিনাল সংলগ্ন হাউজিংয়ে এলাকায় উচ্ছেদ অভিযান চালিয়ে শতাধিক দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হয়।

বিসিসির সিনিয়র সড়ক পরিদর্শক রেজাউল কবির বাংলানিউজকে বলেন, সিটি করপোরেশন এলাকায় কোনো ব্যক্তির অধীনে বাজার বা মার্কেট চলবে না।

সিটি করপোরেশনের অনুমতি নিয়ে বাজার পরিচালনা করতে পারবে। কিন্তু রূপাতলী হাউজিং এলাকার প্রবেশ পথে অবৈধভাবে বাজার নির্মাণ করা হয়। যা দীর্ঘ দিন ধরেই চলে আসছিল।

বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর নির্দেশে সকাল থেকে বিকেল পর্যন্ত অবৈধ বাজারে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় বলেও জানান পরিদর্শক রেজাউল।  

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।