ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে ইথিওপিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
শেখ হাসিনাকে ইথিওপিয়া প্রধানমন্ত্রীর অভিনন্দন

ঢাকা: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের বিজয় ও প্রধানমন্ত্রী হিসেবে ফের নির্বাচিত হওয়ায় শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়া আহমেদ।

রোববার (০৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

শেখ হাসিনাকে পাঠানো এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতা বাড়ানোর উপরও জোর দিয়েছেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী।

ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবিয়া আহমেদ তার বার্তায় বাংলাদেশ ও ইথিওপিয়ার মধ্যে পারস্পরিক সম্পর্ক আগামী দিনে আরো গভীর হবে বলে আশা প্রকাশ করেন।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
টিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।