ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বুড়িমারীতে ট্রলির ধাক্কায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
বুড়িমারীতে ট্রলির ধাক্কায় নিহত ১

লালমনিরহাট: লালমনিরহাটের বুড়িমারীতে ট্রলির ধাক্কায় চাঁন মিয়া (৪০) নামে এক ভ্যানযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় চালকসহ ভ্যানের আরো দুই যাত্রী আহত হয়েছেন। 

রোববার (৩ ফেব্রুয়ারি) দুপুরে পাটগ্রাম বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের কামারেরহাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

নিহত চাঁন মিয়া পাটগ্রাম উপজেলা বুড়িমারী ইউনিয়নের ইসলামপুর গ্রামের মৃত আবুল কাসেমের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বালু বোঝাই একটি ট্রলি বুড়িমারী থেকে পাটগ্রামের দিকে যাচ্ছিল। পথে ব্যাটারিচালিত যাত্রীবাহী একটি ভ্যানকে সজোরে ধাক্কা দিলে  ঘটনাস্থলেই চাঁন মিয়া মারা যান। এ সময় আহত হন ভ্যান  চালকসহ দুই যাত্রী। তাদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

বুড়িমারী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবু সাইদ নেওয়াজ নিশাদ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।