ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রাতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৯
রাতে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি

ঢাকা: ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি রোববার (০৩ ফেব্রুয়ারি) ঢাকায় আসছেন। একদিনের সফরে ঢাকায় আসছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের আমন্ত্রণে ঢাকায় আসছেন ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী রেতনো এল পি মারসুদি। রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছাবেন তিনি।

 

সোমবার (০৪ ফেব্রুয়ারি)  পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় তার সম্মানে নৈশ্যভোজের আয়োজন করা হয়েছে। ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হওয়ার কথা রয়েছে।

রোহিঙ্গা সংকট সমাধানে ইন্দোনেশিয়া ইতিবাচক ভূমিকা পালন করে আসছে। ঢাকা সফরকালে আলোচনায়  দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতার ক্ষেত্র ছাড়াও রোহিঙ্গা সংকট নিয়ে  প্রাধান্য পাবে। এর আগেও রেতনো এল মারসুদি একাধিকবার ঢাকা সফর করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯ 
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।