ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়িয়ায় ছেলের হাতে বাবা খুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
নড়িয়ায় ছেলের হাতে বাবা খুন

শরীয়তপুর: শরীয়তপুরের নড়িয়া উপজেলায় রহিম বেপারী (৬০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে নাঈম বেপারী (২৫)। এ ঘটনায় গুরুতর জখম হয়েছেন তার মা পিয়ারা বেগম। 

রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আনাখণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রহিম বেপারী আনাখণ্ড গ্রামের বাসিন্দা।

তিনি এলাকায় ফেরি করে মাছ বিক্রি করতেন। এ ঘটনায় ছেলে নাঈম বেপারীকে আটক করেছে পুলিশ।  

আহত পিয়ারা বেগমকে গুরুতর অবস্থায় শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার মাথায় তিনটি ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে জনিয়েছেন হাসপাতালের চিকিৎসক ডা. শফিকুর রহমান।  

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক আকন্দ বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ছেলে নাঈমকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে নাঈমকে ভারসাম্যহীন বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে তদন্ত চলছে।  

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।