ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২ 

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। রোববার (৩ ফেব্রুয়ারি) বিকেল পৌনে চারটার দিকে মির্জাপুর-বালিয়া ভায়া উয়ার্শী আঞ্চলিক সড়কের পৌর এলাকার রাজনগর গ্রামে এবং গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়কের বাঁশতৈল ইউনিয়নের হোছেন মার্কেট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হচ্ছেন- উপজেলার পৌর এলাকার রাজনগর গ্রামের মৃত ওসমান আলীর ছেলে হযরত আলী (৭৫) ও আজগানা ইউনিয়নের কুড়াতলী গ্রামের সুলতান উদ্দিনের ছেলে হৃদয় মিয়া (১৪)।  

বাঁশতৈল ফাঁড়ির উপ পরিদর্শক (এসআই) মুকুল বাংলানিউজকে জানান, বিকেলে হযরত আলী কুতুব বাজার থেকে মির্জাপুর-বালিয়া আঞ্চলিক সড়ক দিয়ে হেঁটে বাড়ি যাচ্ছিলেন।

এ সময় পেছন দিক থেকে ভাড়ায়চালিত একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

অপরদিকে বাঁশতৈল বাজার থেকে হৃদয় মিয়া গোড়াই-সখিপুর আঞ্চলিক সড়ক দিয়ে বাইসাইকেলে করে হাটুভাঙ্গা বাজারে যাচ্ছিলেন। এসময় বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত একটি অটোরিকশা বাইসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়। ঘটনার পরপরই মোটরসাইকেল ও অটোরিকশা আটক করা হলেও চালকরা পালিয়ে যায়।  

নিহতদের মরদেহ পরিবারের লোকজন বাড়ি নিয়ে গেছে বলেও জানান তিনি।  

বাংলাদেশ সময়: ১৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।