ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে আসছেন অ্যাঞ্জেলিনা জোলি  অ্যাঞ্জেলিনা জোলি

ঢাকা: জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার (ইউএনএইচসিআর) বিশেষ দূত ও হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি রোহিঙ্গা শরণার্থীদের দেখতে বাংলাদেশে আসছেন। সোমবার (৪ ফেব্রুয়ারি) তিনি ঢাকায় পৌঁছাবেন।

কূটনৈতিক সূত্র জানায়, অ্যাঞ্জেলিনা জোলি চারদিনের সফরে সোমবার ঢাকায় আসার পরেই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। তিনি সেখানে রোহিঙ্গা পরিস্থিতি দেখার পর মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলন করবেন।

উল্লেখ্য, হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি ২০১২ সালে থেকে ইউএনএইচসিআর-এর বিশেষ দূত হিসেবে কাজ করছেন। এর আগে রোহিঙ্গা শিশুদের দেখতে এসেছিলেন জাতিসংঘের শুভেচ্ছা দূত প্রিয়াঙ্কা চোপড়া।  

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৯ 
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।