ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

এলপিজি অ্যাসোসিয়েশন সভাপতিকে বসুন্ধরা গ্রুপের শুভেচ্ছা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
এলপিজি অ্যাসোসিয়েশন সভাপতিকে বসুন্ধরা গ্রুপের শুভেচ্ছা বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের নতুন নির্বাচিত সভাপতি আজম জে চৌধুরীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের নবনির্বাচিত সভাপতি আজম জে চৌধুরীকে শুভেচ্ছা জানিয়েছেন। 

আজম জে চৌধুরী ইস্ট-কোস্ট গ্রুপের (ইসিজি) কর্ণধার। তিনি বেসরকারি প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্ট (এমজেএল) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক।

বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই অনুষ্ঠানে বসুন্ধরা গ্রুপের পক্ষ থেকে সাবেক সভাপতি সালমান এফ রহমানকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তিনি বাংলাদেশের বৃহত্তম শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের সহ-প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান।  

২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১ আসন থেকে তিনি সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা হিসেবে পূর্ণ মন্ত্রীর পদমর্যাদায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।

দেশের উন্নয়নের সঙ্গে জ্বালানি খাতের অগ্রগতিতে এলপিজি সেক্টরে সুষম বিনিয়োগ নিশ্চিতকরণ এবং ভোক্তা পর্যায়ে সঠিক মূল্যে এলপিজি সিলিন্ডার সরবরাহ ও এর নিরাপদ ব্যবহার বিষয়ে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ কাজ করে যাবে বলে জানিয়েছেন নবনির্বাচিত সভাপতি।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।