ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৯
গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব মিয়া (২৭) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার অচিন্তপুর ইউনিয়নের মুখোরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পল্লী বিদ্যুৎ সূত্র জানায়, সকালে ওই এলাকায় পল্লী বিদ্যুতের নতুন খুঁটি স্থাপনের কাজ চলছিল। এ সময় বিদ্যুতের এক খুঁটি থেকে আরেক খুঁটিতে তারের সংযোগ দেওয়ার সময় বিদ্যুৎ শ্রমিক মাহবুব, নূরে আলম, শাহ আলম, ইমামুল পল্লী বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাদেরকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাহবুবকে মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময় ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।