ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ঝালকাঠিতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
ঝালকাঠিতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে নিহত ১ মরদেহ দেখছেন স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

ঝালকাঠি: ঝালকাঠিতে ‘গরু চোর সন্দেহে’ গণপিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন। প্রাথমিকভাবে নিহত ব্যক্তির পরিচয় জানাতে পারেনি পুলিশ।

শনিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

পুলিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে ঝালকাঠি সদর উপজেলার দিয়াকুল গ্রামে একটি ট্রলার নিয়ে প্রবেশ করেন তিনজন ব্যক্তি।

পরে তারা স্থানীয় কৃষক তোফাজ্জেল হোসেন মৃধার বাড়ির গোয়ালে ঢুকে একটি গরু চুরি করে নেওয়ার চেষ্টা করেন। বিষয়টি টের পেয়ে তোফাজ্জেল ডাকাত-ডাকাত বলে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা গরুসহ এক ব্যক্তিকে আটক করলেও অন্য দুইজন পালিয়ে যান। পরে আটক ব্যক্তিকে রাতেই গ্রামবাসী গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

খবর পেয়ে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শোনিত কুমার গায়েন ঘটনাস্থল পরিদর্শন করেন।

ঝালকাঠি সদর থানার ওসি শোনিত কুমার গায়েন বাংলানিউজকে বলেন, ওই ঘটনার তদন্ত চলছে। পাশাপাশি নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।