ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

চিরনিদ্রায় শায়িত ময়মনসিংহ জেলা আ’লীগ সভাপতির স্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৯
চিরনিদ্রায় শায়িত ময়মনসিংহ জেলা আ’লীগ সভাপতির স্ত্রী জানাজায় আওয়ামী লীগ নেতাকর্মীসহ স্থানীয়রা। ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: চিরনিদ্রায় শায়িত হয়েছেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট জহিরুল হক খোকার স্ত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রয়াত বিশেষ সহকারী কবি মাহবুবুল হক শাকিলের মা নুরুন্নাহার খানম টগর (৭৬)।

শনিবার (৯ ফেব্রুয়ারি) বাদ জোহর জানাজা শেষে তাকে শহরের ভাটিকাশর কবরস্থানে দাফন করা হয়।  

এর আগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান নুরুন্নাহার খানম টগর।

দীর্ঘদিন যাবত তিনি লিভার, ডায়াবেটিকসসহ জটিল রোগে ভুগছিলেন।

মরহুমের জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ প্রেস সচিব আশরাফুল আলম খোকন, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাসান, ময়মনসিংহ পুলিশ রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ড. আক্কাছ উদ্দিন ভূঞা, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামীম, মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুলসহ দলীয় নেতাকর্মী ও স্থানীয়রা।

অ্যাডভোকেট জহিরুল হক খোকার বিশেষ সহকারী (পিএস) হুমায়ুন কবির হিমেল বাংলানিউজকে জানান, আগামী সোমবার (১১ ফেব্রুয়ারি) বাদ আছর শহরের বাঘমারা জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।  

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯ 
এমএএএম/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।