ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে রাজশাহীতে ভোটিং

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে রাজশাহীতে ভোটিং প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে ভোটিং-ছবি-বাংলানিউজ

রাজশাহী: রাষ্ট্রভাষা বাংলার দাবিতে ঢাকায় রফিক, জব্বার, সালামরা শহীদ হওয়ার ঘটনায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি রাতেই রাজশাহী কলেজে নির্মিত হয় প্রথম শহীদ মিনার। 

তবে এই শহীদ মিনারের নেই রাষ্ট্রীয় স্বীকৃতি। তাই প্রথম শহীদ মিনারের স্বীকৃতির দাবিতে রাজশাহীতে শনিবার (৯ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে অনলাইন ভোটিং কার্যক্রম।

মাসব্যাপী এই কার্যক্রম বাস্তবায়ন করছে রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি। আর তাতে সহায়তা দিচ্ছে রাজশাহীভিত্তিক কমিউনিটি অনলাইন সংবাদপত্র ‘বরেন্দ্র এক্সপ্রেস’।  

দুপুরে নিজের ভোট দিয়ে এই কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মুহা. হবিবুর রহমান।

এসময় তিনি বলেন, ভাষার জন্য সর্বোচ্চ ত্যাগ পৃথিবীর ইতিহাসে বিরল। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকায় নিহতের খবর শুনে সেদিন সন্ধ্যার পরে রাজশাহী কলেজের মুসলিম হোস্টেলের সামনে ‘এ’ ব্লকের পূর্বদিকে শহীদদের স্মরণে ছাত্র সংগ্রাম পরিষদ একটি শহীদ মিনার গড়ে তোলে। সেসময় থেকেই দেশের প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য গুঞ্জন শুরু হয়।

কিন্তু এখনও রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হয়নি। রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বীকৃতির দাবিতে অনলাইন ভোটিং কার্যক্রম শুরু হয়েছে। এই আবেদনের কপি প্রধানমন্ত্রীর দফতরে দেওয়া হবে। আশা করি এই উদ্যোগের মাধ্যমেই রাজশাহীবাসীর প্রাণের দাবি পূরণ হবে।

এসময় উপস্থিত ছিলেন-কলেজের শিক্ষক পরিষদ সম্পাদক পিযুষ কান্তি ফৌজদার, সমাজকর্ম বিভাগের প্রধান প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দিকা, সমাজবিজ্ঞান বিভাগের প্রধান প্রফেসর ড. নাজনীন সুলতানা, রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির উপদেষ্টা ড. মো. সৈয়দ আলী আহসান, আজমত আলী রকি, বরেন্দ্র এক্সপ্রেসের সস্পাদক ফেরদৌস সিদ্দিকী, ভাষা সৈনিক সাঈদ উদ্দিন আহমেদের ছেলে রবিউদ্দিন আহমেদ শহীন, রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদ, সমাজকর্মী শরিয়তুল্লাহ সবিজ, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রাসিক দত্ত প্রমুখ।

প্রথম শহীদ মিনারের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে সবাইকে অনলাইন আবেদনে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটির সভাপতি বাবর মাহমুদ ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান। তারা বলেন, চাইলে যে কেউ যেকোন স্থান থেকে www.barendraexpress.com.bd/firstshahidminar লিংকে গিয়ে অনলাইন আবেদনে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এসএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।