ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন মেলা বন্ধের দাবিতে সিলেটে মানববন্ধন। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরের শাহী ঈদগাহে অবস্থিত শেখ রাসেল মিনি স্টেডিয়ামে আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে সিলেট মেট্টোপলিটন চেম্বারের উদ্যোগে ফের আন্তর্জাতিক বাণিজ্যমেলার আয়োজন করা হয়েছে।

এর আগে সিলেট চেম্বারের উদ্যোগে আন্তর্জাতিক বাণিজ্যমেলা শেষ হয় গত বছরের ২১ ডিসেম্বর। পরপর মেলার আয়োজন করায় ত্যাক্ত-বিরক্ত সিলেটের ক্রীড়ামোদি ও ব্যবসায়ীরা।

স্টেডিয়ামের খেলার মাঠে মেলা বন্ধের দাবিতে শনিবার (৯ ফেব্রেয়ারি) বিকেলে নগরের চৌহাট্টা কেন্দ্রীয় শহীদ মিনার ও শাহী ঈদগাহ শেখ রাসেল মিনি স্টেডিয়ামের সামনে পৃথক মানববন্ধন হয়েছে।

মানববন্ধনে বক্তারা বলেন, শেখ রাসেল মিনি স্টেডিয়ামের মাঠের পাশে শিক্ষা প্রতিষ্ঠান ও ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এবং সংক্রামক ব্যাধি হাসপাতাল রয়েছে। মেলায় উচ্চস্বরে গানবাজনায় রোগীসহ শিক্ষার্থীদের পড়ালেখার সমস্যা হয়। পাশাপাশি হাসপাতালের হৃদরোগীদের জীবন সংহারের ভয় কাজ করে। এছাড়া শেখ রাসেলের নামে মাঠের নামকরণ হলেও আজো এ মাঠে হয়নি কোনো খেলার আয়োজন। মাঠটিতে বার বার মেলার আয়োজন করায় সিলেটের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। বৃহত্তর শাহী ঈদগাহবাসীসহ বিভিন্ন এলাকার শিশু-কিশোর খেলাধুলার জন্য মাঠটি ব্যবহার করে স্বার্থান্বেষী মহল ক‘দিন পরপর মেলার আয়োজন করায় শিশু-কিশোররা খেলা থেকে বঞ্চিত হয়। ফায়দা হাসিল করতে কখনো বা পশুর হাটের আয়োজন করা হয় এ মাঠে। তাই খেলার মাঠে শুধুই খেলা হবে, মেলা নয়। মেলা বন্ধে তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

মানববন্ধনে ব্লু ওয়াটার শপিং সিটি ব্যবসায়ী সমিতির সভাপতি শাহেদ আহমদের সভাপতিত্বে ও মো. আলতাফ হোসেন এবং মাসুদ হোসেন খানের যৌথ পরিচালনায়  মানববন্ধন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা ও ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের উপদেষ্টা হাজী রইছ আলী, ব্লু ওয়াটার শপিং সিটির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল আহাদ ইসলাম, ব্যবসায়ী নেতা বাবুল মিয়া, রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, ব্যবসায়ী মাওলানা আব্দুল আলিম, সিলেট মিলেনিয়ামের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন, মিতালী ম্যানশনের সাধারণ সম্পাদক অলিউর রহমান চৌধুরী, ওয়াহিদ ভিউ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক রাসেল আহমদ সুমন, ব্লু ওয়াটার শপিং সিটির সহ সভাপতি রফু মিয়া, জুয়েল তালুকদার, রিয়াজ আহমদ, সাংগঠনিক সম্পাদক ফয়জুল হক জুনেদ, সহ-সাধারণ সম্পাদক এম জি এ সুহিন, মিলেনিয়াম মার্কেটের কোষাধ্যক্ষ জুনেদ আহমদ, রোজ ভিউ মার্কেটের ব্যবসায়ী কামাল উদ্দিন, কাজী ম্যানশনের কোষাধ্যক্ষ মাহফুজুল ইসলাম মিঠুন প্রমুখ।

এদিকে নগরের শাহী ঈদগাহে অনুষ্ঠিত মানববন্ধনে উপস্থিত ছিলেন- মাঠ কমিটির সদস্য মুকুল আহমদ, সিলেট জেলা ছাত্রলীগের সহ-সভাপতি সয়েফ আহমদ, সদস্য সোয়েব আহমদ, যুবলীগ নেতা সিদ্দিক আহমদ, দিদার, শামিম আহমদ, আবির, জাকারিয়া, মনির, পল, শুভন, সালমান, সাইদ, ফারুখ, সাহেদ আহমদ, রনি দাস, তানভির, ইমু, রাজু, ইব্রাহিম, ইসলাম মিয়া, জাহেদ আহমদ, তন্ময়, রানা, মাসুদ আহমদ, কুতুব মিয়া, রাহি, নিহাদ, জাবেদ, নজরুল এবং যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও সহযোগী সংগঠনের নেতারা।

এর আগে মেলার জন্য স্টেডিয়ামে খোঁড়াখুঁড়ি করায় আদালতে স্বত্ব মামলাও দায়ের করেন সিলেটের খাসদবিরের বাসিন্দা সৈয়দ ইয়ারব আলী বাপ্পী। তার দায়ের করা মামলায় আদালত সাতদিনের মধ্যে মেলার আয়োজকদের কারণ দর্শানোর নোটিশ দিয়েছে।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।