ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে ‘স্বপ্নকুঁড়ি’ সেন্টারের যাত্রা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
কুড়িগ্রামে ‘স্বপ্নকুঁড়ি’ সেন্টারের যাত্রা শুরু স্বপ্নকুঁড়ি’ সেন্টারের যাত্রা শুরু

ঢাকা: কুড়িগ্রাম জেলা প্রশাসনের উদ্যোগে এবং ইউনিসেফ এর সহযোগিতায় যাত্রা শুরু করেছে ‘স্বপ্নকুঁড়ি’ সেন্টার।

“স্বপ্ন দেখি স্বপ্ন দেখাই” স্লোগানকে ধারণ করে এই ‘স্বপ্নকুঁড়ি’ সেন্টার শিশু-কিশোর-কিশোরীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে, আর্থ-সামাজিক উন্নয়নে যুবকদের বেকারত্ব দূরীকরণে ও কর্মসংস্থানে দিক নির্দেশনা দিয়ে পাশে থাকবে।  

শনিবার (৯ ফেব্রুয়ারি) কুড়িগ্রামে জেলা প্রশাসকের কার্যালয়ে “স্বপ্নকুঁড়ি” সেন্টারের উদ্বোধন করা হয়।

দিনব্যাপী এ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ এবং বিশেষ অতিথি ছিলেন ইউনিসেফ রংপুর ও রাজশাহী বিভাগীয় প্রধান নাজিবুল্লাহ হামীম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুড়িগ্রামের  জেলা প্রশাসক সুলতানা পারভিন।

স্বপ্নকুঁড়ি’র মাধ্যমে কুড়িগ্রামে শিশু-কিশোর-কিশোরীসহ স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে স্বাস্থ্য, শিক্ষা, পুষ্টি, দুর্যোগ প্রস্তুতি, নিরাপদ পানি- পয়ঃনিষ্কাশনসহ বাল্য বিয়ে ও শিশু শ্রম রোধ এবং শিশু সুরক্ষা কার্যক্রম জোরদার করা হবে।

এ লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিনিধি, গণমাধ্যম এবং বিভিন্ন সরকারি- বেসরকারি সংস্থার সমন্বয়ে সচেতনতামুলক কার্যক্রম, ক্যাম্পেইন, এডভোকেসি, প্রশিক্ষণ কর্মসূচি, শিশু-কিশোর-কিশোরীসহ স্থানীয় জনগণের সাথে উন্নয়ন সংলাপ ও মতবিনিময় আয়োজন করা হবে।

‘স্বপ্নকুঁড়ি’ সেন্টারের মাধ্যমে জেলা প্রশাসন কুড়িগ্রামের বেকার যুবকদের জন্য চাকরির বাজার তৈরি ও উদ্যোক্তা তৈরির কাজকে জোরদার করবে।  

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত কিশোর- কিশোরীরা তাদের বক্তব্যে জেলা প্রশাসনের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন।  

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৯
এমইউএম/এসঅইএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।