ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ৭৫

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
খুলনায় মাদকবিক্রেতাসহ গ্রেফতার ৭৫

খুলনা: খুলনা জেলা ও মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৭৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (৯ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে রোববার (১০ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় খুলনা জেলার ৯ থানা ও মহানগরের ৮ থানা এলাকা থেকে অভিযান চালিয়ো তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান বাংলানিউজকে বলেন, খুলনা জেলা পুলিশের নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় পাঁচজন মাদকবিক্রেতাসহ মোট ৪৪ জন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।

জেলার বিভিন্ন থানা এলাকা থেকে এসব মাদক বিক্রেতাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার হওয়াদের কাছ থেকে ৭৪ গ্রাম গাঁজা জব্দ করা হয় এবং মোট পাঁচটি মাদক মামলা রুজু করা হয়েছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বাংলানিউজকে বলেন,  গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের বিভিন্ন থানা এলাকা থেকে ১৩ জন মাদক বিক্রেতাসহ মোট ৩১ জনকে গ্রেফতার করা হয়েছে।  

তাদের কাছ থেকে ১২২ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা ও দুই লিটার দেশি মদ জব্দ করা হয়েছে বলেও জানান পুলিশের এ ঊর্ধ্বতন কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এমআরএম/জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।