ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
আল মাহমুদের অবস্থা অপরিবর্তিত

ঢাকা: দেশের বরেণ্য কবি আল মাহমুদের শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বর্তমানে তিনি রাজধানীর ইবনে সিনা হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন।

রোববার (১০ ফেব্রুয়ারি) কবি আল মাহমুদের ছেলে মীর মোহাম্মদ আনিস বাংলানিউজকে জানান, বাবার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। বার্ধক্যজনিত কারণে কিডনি ও লিভারে সমস্যা দেখা দিয়েছে।

পাশাপাশি শ্বাসকষ্টও রয়েছে।

তিনি বলেন, শনিবার (৯ ফেব্রুয়ারি) রাত ৯টা পর্যন্ত বাবা বেশ ভালো ছিলেন, আমাদের সঙ্গে কথাও বলেছেন। কিন্তু ৯টার পর থেকে তার শারীরিক অবস্থা অবনতির দিকে যায়। এরপর চিকিৎসকরা তাকে আইসিইউতে নেন। তবে এখনো অবস্থার কোনো উন্নতি হয়নি।

এর আগে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) ৮২ বছর বয়সী দেশের বরেণ্য এ কবিকে শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর শঙ্করের ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়। প্রথমে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হলেও পরে আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে।

হাসপাতালে ডা. আবদুল হাইয়ের চিকিৎসা তত্ত্বাবধানে রয়েছেন আল মাহমুদ। এর আগেও কবি এ চিকিৎসকের কাছে নিয়মিত চিকিৎসা সম্পর্কিত পরামর্শ নিয়েছেন বলে জানিয়েছেন কবির ছেলে। একইসঙ্গে তিনি কবি আল মাহমুদের জন্য দেশের মানুষের কাছে পরিবারের পক্ষ থেকে দোয়া চেয়েছেন।

** আইসিইউতে আল মাহমুদ

বাংলাদেশ সময়: ১৫২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৯
এইচএমএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।