মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) সচিবালয়ে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে একথা জানান মন্ত্রী।
তিনি বলেন, মন্ত্রী হিসেবে আমি দায় এড়াতে পারি না।
এ সময় সড়ক নিরাপত্তায় সবার সহযোগিতা চান মন্ত্রী।
সড়ক দুর্ঘটনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, আমি নিজেই বলেছি সড়কে শৃঙ্খলা আসেনি। অবকাঠামোগত প্রকল্পে যতো অগ্রগতি সেই তুলনায় সড়ক ও পরিবহনে শৃঙ্খলাটা অতোটা হয়নি, যার জন্য দুর্ঘটনা বা যানজট রয়েছে।
কাদের বলেন, সড়ক নিরাপত্তা কাউন্সিলের সভা শিগগিরই ডাকা হবে। নতুন করে কমিটি সাজাবো। নতুনভাবে প্রোগ্রাম নেওয়ার চিন্তা-ভাবনা করছি। নিরাপত্তা কাউন্সিলের সভায় কমিটি করে দেবো। তাদের কাছ থেকে অল্পদিনের ব্যবধানে প্রতিবেদন চাইবো, পরে যদি টাস্কফোর্স করতে হয় তাও করবো।
সড়ক মন্ত্রী বলেন, সড়ক দুর্ঘটনার লাগাম টেনে ধরতে হবে, রাশ টেনে ধরতে হবে। জাতীয় স্বার্থে এবং জাতির দুর্ভাবনা অবসানের স্বার্থে। কারণ সড়ক দুর্ঘটনা এখন আমাদের সবচেয়ে বড় দুর্ভাবনা, এটা অস্বীকার করে লাভ নেই। ’
সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ করা সম্ভব কিনা- প্রশ্নে তিনি বলেন, নিয়ন্ত্রণ করা সম্ভব, যেটা সম্ভব সেটা আমি কেন করবো না। যেটা সম্ভব সেটা কেন করা যাবে না? করতে হবে।
তিনি বলেন, বড় গাড়ির সঙ্গে সিএনজি বা ইজিবাইকের যদি সংঘাত হয় আর ইজিবাইকে যদি ১০ জন থাকে, ১০ জনই মারা যায়। বড় বড় গাড়িতে সংঘাত হলে আহত হয়, এরকম নিহত হয় না। ছোট ছোট যান নিয়ন্ত্রণ করা আমাদের প্রথম দায়িত্ব। অনেকে ইজিবাইক, নসিমন, করিমনের সঙ্গে জড়িত, এখানে রাজনৈতিক বিষয়ও আছে। কিন্তু মানুষের জীবনটা বাঁচাতে হবে আগে।
বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯/আপডেট: ১৪৫০ ঘণ্টা
এমআইএইচ/জেডএস