ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রং ব্যবসায়ীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রং ব্যবসায়ীর মৃত্যু

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় রুবেল চৌকিদার (২৮) নামে এক রং ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেলের বড় ভাই আবদুল মজিদ জানান, রুবেল দোকানে-দোকানে রং সাপ্লাই দিতেন।

দুপুরে যাত্রাবাড়ী কাঁচাবাজার থেকে রিকশায় করে বাসায় ফেরার পথে কুতুবখালী এলাকায় পৌঁছালে বাসের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী বাংলানিউজকে জানান, বাসের ধাক্কায় রুবেলের মৃত্যু হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হলেও চালক পালিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।