ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

থানচিতে পর্যটকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
থানচিতে পর্যটকের মরদেহ উদ্ধার

বান্দরবান: বান্দরবানের থানচি উপজেলার একটি গেস্ট হাউজ থেকে মো. ইকবাল হোসেন (৫৫) নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার তিন্দু ইউনিয়নের ইয়ংরাই এলাকার শিলগিরি গেস্ট হাউজ মরদেহটি উদ্ধার করা হয়।

তার বাড়ি নাটোর জেলার চক বৈদ্য নাথ এলাকায়।

স্থানীয়রা এবং তার সঙ্গীরা জানান, রোববার দুপুরে নাটোর থেকে ৩৩ জনের একটি পর্যটক দলের সঙ্গে থানচিতে বেড়াতে আসেন ইকবাল। সোমবার রাতের খাবার খাওয়ার পর ইকবাল তার রুমে ঘুমিয়ে পড়েন। ভোরে রুমের সামনে গিয়ে সঙ্গীরা তাকে ডাকলেও তিনি কোনো সাড়া দিচ্ছিলেন না। পরে ইকবালকে অচেতন অবস্থায় রুম থেকে উদ্ধার করে থানছি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবায়ের হোসেন বাংলানিউজকে জানান, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ওই পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ঘটনাটি তদন্ত করার পর বিস্তারিত জানা যাবে।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।